অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আদালতের নির্দেশ: বড় স্ত্রী’র কাছে ৫দিন ছোট স্ত্রী’র কাছে ২ দিন থাকবেন স্বামী

26
full_1860542191_1478106524
.

হামদু মিয়া বিপদে পড়েছেন দুই স্ত্রীকে নিয়ে। স্বামীকে ঠিকমত কাছে পেতে বিচারকের শরণাপন্ন হয়েছেন দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগম (৩২)। শেষ পর্যন্ত এ ঘটনা আদালতে গড়ায়। শাহিনা বেগমের আকুতি শুনে বুধবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ দুই স্ত্রীর কে কয়দিন হামদু মিয়ার সঙ্গে থাকবেন তা মৌখিকভাবে ঠিক করে দিয়েছেন।

বিচারক হামদু মিয়াকে বলেন, আপনি বড় স্ত্রী রিতার (৩৪) কাছে সপ্তাহে পাঁচদিন থাকবেন এবং ছোট স্ত্রী শাহিনা বেগমের কাছে দুদিন থাকবেন।

বিচারকের এ আদেশের পর ওয়ারী এলাকার বাসিন্দা শাহিনা বেগম বলেন, ‘ও (বড় স্ত্রী) পাঁচদিন কাছে পেলে আমি কেন দুদিন পাবো। সে তো আমারও স্বামী। আমার বয়সই বা কত হয়েছে। তবে দুদিন পেলেও বিচারকের এ রায়ে আমি সন্তুষ্ট।’

তিনি আরো বলেন, ‘আমার স্বামী হামদু (৪৬) দুই বিয়ে করেছে তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সে আমার কাছে থাকতে চায় না। সে তার বড় স্ত্রীর কাছে থাকে। এ জন্যই বিচারকের শরণাপন্ন হয়েছি।’

মামলা সূত্রে জানা যায়, শাহিনা বেগম ২০১৫ সালের ২২ এপ্রিল তার স্বামী হামদু ও তার সতিনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্বামী ও সতিন তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে তারা তার হাতের একটি আঙুল কেটে ফেলেন। সেই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে আঘাতও করেন।

২০১৫ সালের ২০ জুন ওয়ারী থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১৬ ডিসেম্বর আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটি বর্তমানে সাক্ষীর পর্যায়ে রয়েছে।

বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ দিন উভয় পক্ষ আদালতে উপস্থিত হয়। আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর দিন ধার্য করেন। সেই সঙ্গে হামদু মিয়াকে উভয় স্ত্রীর সঙ্গে সময় কাটানোর দিন মৌখিকভাবে ঠিক করে দিয়েছেন বিচারক। সূত্র:জাগোনিউজ

২৬ মন্তব্য
  1. Prince Mahmood বলেছেন

    আহারে বেচারারে রাতে রাস্তায় ঘুমায়তে হবে ???????

  2. Jalal Uddin Sagor বলেছেন

    jotil news

  3. Mohammad Nazim বলেছেন

    Aita abar kon Ain re vai

  4. Mohammed Ibrahim বলেছেন

    সাপ্তাহিক কোনো ছুটি নাই কেনো? বড় স্ত্রীর কাছে ৩ দিন , ছোট স্ত্রীর কাছে ২ দিন । শুক্রো -শনিবার সরকারী ছুটি

    1. Saiful Islam Shilpi বলেছেন

      মাঝে ছুটি পেলে আবার ৩য় স্ত্রী জুটে যাওয়ার সম্ভবনা আছে তাই।

    2. Safkat Chatgami বলেছেন

      দুইটাই কথা সঠিক!!!!

    3. Mohammed Ibrahim বলেছেন

      ভাই রেস্টের দরকার আছে । কপালে যা তাকিবে না চাইলেও তা আসিবে

  5. Amjad Niloy বলেছেন
  6. Masud Ahsan বলেছেন

    বিরতি নাই ?

  7. Md Aminur Rahman বলেছেন

    ওকে আরো একটা বিয়ের নিরদেশ দেওয়া হোক

  8. জয়নাল আবেদিন বলেছেন

    ওর তিনটি বিয়ে করলে ভাল হতো।প্রতি স্ত্রীর কাছে থাকবে ৩*২=৬ দিন এবং নির্জন জংগলে থাকবে একদিন।

  9. HM Asraf বলেছেন

    আরো একটা করলে ২ দিন করে ভাগ হইয়া ১ দিন ছুটি পাওয়া যেত।

  10. Kamal Uddin বলেছেন

    এক আধটা দিন ছুটি পাইলে ভাল হত।। সাপ্তাহিক আমলনামাটা লিখতে পারতো।।

  11. Ayaar Muhammad বলেছেন

    অবিচার হয়েছে!

  12. Habibur Rahman Masum বলেছেন

    বিরতি নাই….

  13. Forhad Uddin বলেছেন

    ভাই যুগান্তরকারী নিউজ

  14. MD Sukkur বলেছেন

    ভাই বাকী দুই দিন কার কাছে থাকবে,??????,?

  15. মোঃ আবু ইউসুফ বলেছেন

    সমান সমান করে দিলে ভাল হবে।

  16. Alim Uddin বলেছেন

    জজ মিয়া গাঞ্জা খাইছে। না হয়, বড় বৌ জজ মিয়ার প্রক্তন ডারলিং মনে হয়।

  17. AK Azad বলেছেন

    দুইদিন নিজের জন্য রাখলে ভালো হোতো না

  18. MD Saiful Islam বলেছেন

    Wife 4 ta thakle kivabe bonton hobe .????

  19. Monir Islam বলেছেন

    ভাই এই সরকারের আমলে বউয়ের ভাগাভাগি করা হয়।

  20. MD Imran H Rony বলেছেন

    ওকে আরো চারটা বিবাহ দেয়া হোক,,,,৬দিন৬জন,আর ১দিন ছুটি…….।

  21. Rodrotonu Rt বলেছেন

    ha ha ha darun siddahnto !!!!!!!!!!!!!!!!!!!!!!!

  22. Md Wahab বলেছেন

    ঠিক কথা

  23. Ratan Sarker বলেছেন

    Ai dasher sobkichui daksi adlat nidaran kora diba.