অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রামু থেকে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

0
img_20161201_075519-1
রামু থেকে উদ্ধার করা ইয়াবা।

কক্সবাজারের রামু এলাকা থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্বজোন। বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার করা ইয়াবার মূল্য ১৫ কোটি টাকা।

কোস্ট গার্ড (পূর্ব জোন) স্টাফ অফিসার (গোয়েন্দা) লেঃ কমান্ডার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিজি স্টেশান হিমছড়ি কর্তৃক নিয়মিত টহলের সময় আজ ভোর সাড়ে ৪টার দিকে রামুর রেজুখাল এলাকায় সন্দেহজনক ডিঙ্গিবোট দেখতে পেয়ে তা থামার সংকেত দেয়ার পরও বোটটি না থেমে পালাতে থাকে। পরে বোটটিকে তাড়া করে খালের কিনারায় নিয়ে এটি জব্দ করে। তবে বোটে থাকা লোকজন দ্রুত পালিয়ে জঙ্গলে লুকিয়ে যায়।

কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাশী চালিয়ে ৩টি ব্যাগের মধ্যে থাকা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং বোটটি জব্দ করে।

জব্দকৃত ইয়াবা এবং বোটটি নিকটস্থ রামু থানায় জমা দিয়ে মামলা দায়ের করেন কোস্টগার্ড।