অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিসচা’র দুইযুগ পদার্পণে ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার

0
%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-536x418
.

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের গড়া সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাফল্য ও গৌরবের ২ যুগে পদার্পন উপলক্ষ্যে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় নগরীর ডিসি হিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস.এম আবু তৈয়ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এহসানুল হক কামাল, মহাসচিব শামীম আলম দীপেন, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল, চট্টগ্রাম প্রাইমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির।

এ ছাড়াও নিসচা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা ও দেশ বরেণ্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই’র চট্টগ্রাম মহানগর কমিটিসহ অন্যান্য শাখার সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত হয়ে নিরাপদ সড়ক তৈরির আন্দোলনকে বেগবান করার করার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।