অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পুলিশী পোষাকে ব্যতিক্রমী ফ্যাশন শো

1
15178269_1632605620098702_5439251750486078353_n
সিএমপির ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দামপাড়া পুলিশ লাইনে অনুষ্ঠিত পুলিশের পোষাক পড়ে কেটওয়ার্ক করছেন কয়েকজন মডেল।

ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলদের অংশগ্রহনে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে পুলিশের পোষাকে ব্যতিক্রমী ফ্যাশন ক্যাটওয়াক।

চট্টগ্রাম মহানগর পুলিশের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার রাতে মহানগর পুলিশের আয়োজনে এই বর্ণিল ও ব্যাতিক্রমী ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। র‌্যাম্প কেটওয়াকের কোরিওগ্রাফ করেন ঢাকার বিশিষ্ট কোরিওগ্রাফার সুমন।

15301076_10211611987563026_1437718323_n
দামপাড়া পুলিশ লাইনে অনুষ্ঠিত সিএমপির ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পুলিশের পোষাক পড়ে কেটওয়ার্ক করছেন মডেল তিশা। ছবি – স্যাম সায়মুন

চট্টগ্রামের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার নুরসারত বানির স্টাইলিং-এ পুলিশের পোষাকে বিশেষায়িত র‌্যাম্প কেটওয়াক দামপাড়া পুলিশ লাইন ময়দানে হাজার হাজার দর্শককে মুখরিত করে রাখে। র‌্যাম্প কেটওয়াকে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ১০ জন তারকা মডেল অংশগ্রহন করেন। এদের মধ্যে ছিলেন দেশের খ্যাতনামা মডেল ইমি এবং চট্টগ্রামের তারকা মডেল সিদ্দিকা তিশা।

15310716_10211611987523025_840111945_n
মডেল তিশা। ছবি – স্যাম সায়মুন

বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হয়ে র‌্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় রাত প্রায় সাড়ে ১১টায়। ফ্যাশন প্যারেড ছাড়াও একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশবরেন্য কণ্ঠশিল্পি সাবিনা ইয়াসমিন, দিনাত জাহান মুন্নি, নকুল কুমার বিশ্বাস, ক্লোজ আপ তারকা ইমরান। চট্টগ্রাম মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে কয়েক হাজার পুলিশ সদস্যসহ মাঠভর্তি হাজার হাজার দর্শক প্রায় সাড়ে তিন ঘন্টা মেতেছিলেন ভিন্নরকম এক আনন্দ আয়োজনে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশের পুলিশ প্রধান আইজিপি একেএম শহীদুল হক, চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। এছাড়া অনুষ্ঠানে সাবেক এবং বর্তমান পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, নগর পুলিশের সকল জোনের এসি, ডিসি, সকল থানার অফিসার ইনচার্জসহ স্বস্ত্রীক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

১ টি মন্তব্য
  1. Sma Razzak বলেছেন

    পুলিশের পোশাকে তারকা মডেলদের ক্যাটওয়াক!
    অদ্ভুতুড়ে কান্ডই বটে !
    বিনোদনের খোরাক যোগাতে ”নিরাপত্তা ও আস্থার” প্রতীক ইউনিফর্মটাকেও ব্যবহার করা হল !
    মডেল তিশা বা মডেল ইমি’রা বিনোদনের প্রতীক, আস্থা বা নিরাপত্তার নয় !
    পুলিশও কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় !
    তাহলে একটা শৃঙ্খলিত বাহিনীর পোষাক নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য প্রদর্শন কেন?
    পোশাকই যাদের মূল পরিচয় সেই পোশাকের অপব্যবহার পেশাদার বাহিনীর সামাজিক মর্যাদায় আঘাত হানা নয় কি?