অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ২১ জানুয়ারী থেকে শুরু হচ্ছে ডিজিটাল মেলা

0
.

চট্টগ্রামে ২১ জানুয়ারী থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপি বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্রান্ডিং মেলা ২০১৭। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হকি মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

রুপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সেবায় উদ্ভাবনী ধারনা গুলো জনগনের সামনে উপস্থানের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হবে। বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা।

.

এবারের মেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ১০০টি স্টল থাকবে। প্রতিদিনি সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।

মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম মেলার উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. হাবিবুর রহমান,অতিরিক্তি কর কমিশনার মো. বজলুল কবির ভূইয়া,সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) অলক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।