অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আরাফাত সানি এক দিনের রিমান্ডে

0
.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বান্ধবীর দায়ের করা মামলায় গ্রেফতার ক্রিকেটার আরাফাত সানির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২২ জানুয়ারি) সানিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রবিবার সকাল ৯ টার দিকে সাভারের আমিন বাজারের বাসা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল সানিকে গ্রেফতার করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, নাসরিন সুলতানা নামে এক নারীর দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন ওই নারী। মামলায় আরাফাত সানির বিরুদ্ধে ওই নারীর নগ্ন ছবি অনলাইনে প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বিষয়টি আমি শুনেছি। সানির প্রথম স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। সানি তার প্রাক্তন স্ত্রীর কিছু ছবি নতুন করে ফেসবুকে আপলোড করায় মামলা হয়েছে। যতটুকু শুনেছি এমনই ঘটনা।’

বোর্ড সানির পাশে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। আগে আমাদের পুরো ঘটনা জানতে হবে। এরপর সিদ্ধান্ত নিতে পারবো। সানির পাশে আমার থাকবো কিনা।’