অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙ্গুনিয়ার শারমিন জালনোটসহ কক্সবাজারে গ্রেফতার

0
জালনোটসহ গ্রেফতার শারমিন আক্তার।

কক্সবাজারে জালনোট লেনদেনকালে কালে ৩৯ হাজার টাকার জালনোটসহ রাঙ্গুনিয়ার শারমিন আক্তার (২০) নামে এক তরুণী।

সোমবার বিকালে র‌্যাব-৭ কক্সবাজার কেন্দ্রের একটি দল গোপন সুত্রে অভিযান চালিয়ে এসব জালনোট উদ্ধার ও জালনোট তৈরী চক্রের সদস্য মোসাম্মৎ শারমিন আক্তারকে গ্রেফতার করে।

রাতে র‌্যাব-৭ এর পাঠোনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব দল কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভাস্থ কামিনীমোহন মহাজন এন্ড ব্রাদাস পেট্রোল পাম্পের সামনে সংঘবদ্ধ জালনোট ব্যবসায়ী চক্র জাল টাকা লেনদেন করবে। উক্ত তথ্যের ভিত্তিতে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাব দল উক্ত পেট্রোল পাম্পের সামনে ছদ্ম বেশে অবস্থান নেয়। এসময় সন্দেহজনক নারীকে চ্যালেঞ্জ করলে ঐ নারী দৌড়ে পালানোর চেষ্টাকালে শারমিন আক্তার, স্বামী- মোঃ আবু হানিফ, পিতাঃ মৃত শেখর মোহাম্মদ, গ্রাম- ইছাখালী (আব্দুল্লার বাড়ী), থানা- রংগুনিয়াকে গ্রেফতার করা হয়।

পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার ব্যবহৃত ভ্যানটি ব্যাগ তল্লাসী করে ৩৯ হাজার টাকার জাল নোট (১০০০ টাকার নোট ১৫ টি এবং ৫০০ টাকার নোট ৪৮ টি) উদ্ধার করে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।