অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নেভাল টু’তে ক্যাপিটেল ড্রেজিং এর পরিত্যক্ত সরঞ্জামে আগুন

0
ছবি: গোলাম ফারুক দুলাল।

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার অভয়মিত্র ঘাট (নেভাল টু) এলাকায় কর্ণফুলি নদীতে ক্যাপিটেল ড্রেজিং এর পরিত্যক্ত সরঞ্জামে আগুন লেগেছে।

আজ রবিবার দুপুর সোয়া একটার দিকে  নেভাল টু ‘র ব্রীজের উপর রাখা মালামালে হঠাৎ আগুন লাগলে পুরো এলাকাতে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি গিয়ে এক ঘন্টা চেষ্টার পর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রতক্ষ্যদর্শী লাইটারেজ জেটিতে কর্মরত গ্রেড বেঙ্গল এর সহকারী ম্যানেজার গোলাম ফারুক দুলাল পাঠক ডট নিউজকে জানান, কোন কারণ ছাড়াই হঠাৎ বন্দর কর্তৃপক্ষের জব্দ করা কর্ণফুলি ডেজিং এর মূলবান মালামালে আগুন ধরে যায়।

.

জানাগেছে, কর্ণফুলি নদীর ড্রেজিং এর কাজ ফেলে পালিয়ে যাওয়া প্যাসিফিক ড্রেজিং ঠিকাদারদের ফেলে যাওয়া সরঞ্জাম যেমন স্ক্যাভেলেটর, ড্রাম ট্রাক, বিভিন্ন বড় বড় পাইপ, এবং যন্ত্রপাতি বন্দর কর্তৃপক্ষ জব্দ করে নেভাল টু এলাকায় খোলা আকাশের নীচে ফেলে রাখে।

দীর্ঘদিন ধরে পরিত্যক্তবস্থায় ফেলে রাখা কয়েক কোটি টাকার এসব মূল্যবান যন্ত্রপাতিতে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অভয় মিত্রঘাট এলাকায় বেলা ১টার দিকে কিছু পরিত্যক্ত মালামালে আগুন লাগার খবর পেয়ে আমাদের নন্দন কানন স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ করছে। গাড়ি ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।