অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সোমালিয়ায় দুর্ভিক্ষে দুদিনে শতাধিক মানুষের মৃত্যু

0
.

দক্ষিণ সোমালিয়ায় দুর্ভিক্ষে দুদিনে অন্তত ১১০ জন মানুষের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রচণ্ড খরার কারণে সৃষ্ট খাদ্যাভাব ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে এ প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

দেশটিতে খরায় এ বছর অন্তত ২৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে বলে গত মাসেই (ফেব্রুয়ারি) জানিয়েছিল জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

জাতিসংঘ ধারণা করছে একটি পুরো মাত্রার দুর্ভিক্ষের আশঙ্কায় থাকা ‘হর্ণ অব আফ্রিকা’ অর্থাৎ আফ্রিকার শিং খ্যাত দেশটিতে ৫০ লাখ মানুষের সাহায্য প্রয়োজন।

দেশটির প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের শনিবার বলেছেন, দেশটিতে খাদ্যঘাটতি অনেক বেশি। তীব্র খরার কারণে খামারি ও তাদের পশুদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে ২০১১-২০১২ সালের দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: এবিসি নিউজ, সিএনএন।