অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে ছাত্রীকে যৌন হয়রানি: চিকিৎসকের অপসারণ চেয়ে মানববন্ধন

0
চবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন।

চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিকেল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে ও জড়িত চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আজ রবিবার বেলা সাড়ে এগারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রায় ৪শ খানেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে চবি কর্তৃপক্ষ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযুক্ত চিকিৎসক মোস্তফা কামালের শাস্তি ও অপসারণের দাবি জানান।

উল্লেখ্য যে, শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এক ছাত্রী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে যৌন হয়রানির করেছে বলে অভিযোগ উঠে।

এরই প্রেক্ষিতে ১১মার্চ বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে চিকিৎসক মোস্তফা কামালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী।

এরপর আজ রবিবার সকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আক্তারকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।