অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

0
.

বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্যদিয়ে জাতি আজ রবিবার  পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

দিবসটি যথাযথভাবে পালন করছে দেশবাসী। বন্দর নগরী চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংকৃতিক সংগঠনের উদ্যোগে।

আজ রবিবার  সকাল ছয়টা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক শ্রদ্ধা জানান শহীদদের। শ্রদ্ধা জানান।

এছাড়া আওয়ামী লীগ বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করা হয় একে একে।

প্রতি বছরের মত এবারও নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসক কার্যালয় আয়োজিত পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে হলেও এবার স্থান পরিবর্তন করে চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সকাল আটটায় অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সংবর্ধনা।সেখানে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এদিকে দিনভর বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে নানা কর্মসূচি।

.

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সেলিম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মমতাজ খান, চসিক মহিলা কাউন্সিলর ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক নীলু নাগ, হোসনে আরা সহ সভাপতি আবদুল হক, প্রচার সম্পাদক আবু ইছা, সঙ্গীত বিষয়ক সম্পাদক জ্যাকব ডায়েজ, তথ্য ও গবেষণা সম্পাদক মামুনুর রশিদ মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট বিবেকানন্দ চৌধুরী বিবেক, সদস্য আবদুর নূর মনু, সদস্য মুন্নি জাফর, ফরহাদ, জেসি, শিরীন আক্তার প্রমুখ।
এ সময় সংগঠনের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন বলেন, প্রকৃত স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। তাই সঠিক মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সন্দেহজনক মুক্তিযোদ্ধাদের বিতাড়িত করেন। তাহলে আসল মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে। দেশে জঙ্গীবাদ বেড়েছে। তাই সরকারের পাশাপাশি আমাদেরকেও জঙ্গীবাদীদের খুঁজে বের করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

.

উত্তর জেলা বিএনপিঃ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ পূর্বে এক সমাবেশ সকাল ৯ টায় উত্তর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুছ চৌধুরী’র সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি’র নেতৃবৃন্দ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নারী-শ্রমিক-ছাত্র-যুবক সর্বশ্রেণীর মানুষের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নেতৃবৃন্দ বলেন, শহীদ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সেদিন নেতৃত্বহীন জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের সূচনা করেন। নেতৃবৃন্দ আরো বলেন, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজকে আবার হুমকীর সম্মুখীন হয়েছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য গণতন্ত্রকে কবর দিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছেন। নেতৃবৃন্দ জনগণকে স্বাধীনতা যুদ্ধের চেতনায় আবার ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এম.এ. হালিম, ইসহাক কাদের চৌধুরী, আলহাজ্ব সালাউদ্দিন, চাকসু ভিপি নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, ডাঃ খুরশিদ জামিল, সেলিম চেয়ারম্যান, কুতুব উদ্দিন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত, জেলা যুবদল সভাপতি কাজী সালাহ উদ্দিন, রাউজান উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাসান মো: জসিম, হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব সোলায়মান মনজু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম, জাসাস সভাপতি হাসান মুকুল, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি’র সভাপতি মাহবুব ছফা, নবাব মিয়া চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মহিলা দলের নার্গিস আক্তার, হাটহাজারী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মো: জাকের হোসেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র সভাপতি মোবারক হোসেন কাঞ্চন, অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, ফজলুল হক, হাটহাজারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস.এম. ফারুক, মোছলেম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এইচ.এম. নুরুল হুদা, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক ফোরকান উদ্দিন রিজভী, গাজী হানিফ, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রাজু, মোস্তফা আলম মাসুম, জি.এম. সাইফুল, ছিন্নমূলের হেলাল উদ্দিন, রাজু, মহিলা দল নেত্রী নূরী মাহফুজা, লায়লা ইয়াছমিন, শিরীন আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, সাধারণ সম্পাদক মুনিরুল আলম জনি, সহ-সভাপতি আজিজ উল্লাহ, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আনিছ আকতার টিটু, ছাত্রনেতা ওসমান গণি, তৌকিবুল হাসান তৌকি, ইরফানুল হাসান রকি, নাছির উদ্দিন, মো: তৈয়ব, জাসেদ, হারুন-উর-রশিদ, আশরাফ উল্লাহ মেম্বার, নুরুন্নবী, কামাল উদ্দিন, মুছা, আবছার, রহিম হোসেন, মো: মাসুম, মো: জুনায়েদ, আবদুল মোনাফ, মোমিনুল ইসলাম সিকদার, মিজানুর রহমান, জুয়েল প্রমুখ।

.

দক্ষিণ জেলা বিএনপিঃ মহন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে অদ্য ২৬মার্চ রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের মুক্তিকামী জনতা স্বাধীনতা সংগ্রামের ঝাঁপিয়ে পড়েছিলেন। শহীদ জিয়া শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষন্ত হয়নি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীর উত্তম খেতাব লাভ করেন। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে বীর শহীদদের আত্মত্যাগকে বুকে ধারণ করে আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুন:রুদ্ধার করতে হবে এবং স্বাধীনতার স্বপ্নসাধ জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
আলোচনা সভা শেষে পুরাতন গীর্জার সম্মূখ হতে মিছিল সহকারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সভায় বক্তব্য রাখেন ও পুষ্পস্তর্পণকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস মিয়া, সহ-সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, স্বনির্ভর সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এড. এম নাছির উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মাইনুদ্দিন মুহাম্মদ জাহেদ, সরোয়ার আলম নন্না, আবুল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি বদিউল আলম, হারুন কাকল, আবদুল মান্নান, এড. মো. সোহেল, এড. নুরুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদ, মো. শাহজাহান হোসেন, আতিকুর রহমান আতিক, মো. ইলিয়াছ হায়দার, জমির উদ্দিন চেীধুরী, নোমানুল হক, নাজিম উদ্দিন, খোরশেদুল হক চৌধুরী, মো. লোকমান উদ্দিন, আলী হোসেন, কফিল উদ্দিন রিমন, মো. আলমগীর, আহমদ নূর, নিজাম উদ্দিন, মো. ইকবাল, এনামূল হক, মো. রাসেল, মো. আইয়ুব প্রমুখ।

.

মহানগর ছাত্রলীগঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর আজ সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শহীদের বিনম্র শ্রদ্ধা জানাই। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইমারন আহম্মেদ ইমু, সাংগঠনিক সম্পাদক ইরফানূল আলম জিকু, আয়জ মহিউদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক হাছানুল আলম সবুজ, প্রচার সম্পাদক তপু বড়ুয়া, উপ সম্পাদক মোঃ বিন ফয়সাল, সহ সম্পাদক আবু সালে নূর চৌধুরী রিমন, সদস্য কামরুল হুদা পাভেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা বিকাশ দাশ সহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

.

নগর জাসাসঃ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ সকাল ১০টায় নগরীর ষোশহরস্থ স্বাধীনতা যুদ্ধে স্মৃতি বিজরিত “বিপ্লব উদ্যানে স্বাধীনতা স্তম্ভে সর্বস্তরের নেতাকর্মীদের এক জমায়েত অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীদের নিয়ে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তর্বক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মো: শফিকুল আলম। মহানগর জাসাসের সহ সভাপতি মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর জাসাসের যুগ্ম সাধারন সম্পাদক মাশেকুল ইসলাম মাশুকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার সভাপতি এস এম রেজাউল করিম খোকন, খুলশী থানার সভাপতি শামসুর রহমানর মোরশেদ, বন্দর থানা সাধারণ সম্পাদক এস এম তাকের, ইপিজেড থানা সভাপতি আনিসুর রহমান সাগর, চাঁন্দগাও থানার সাধারণ সম্পাদক মো: হানিফ, বায়েজীদ থানা সাধারণ সম্পাদক শিল্পী আবুল হাশেম আজাদ, এডভোকেট ফরিদা আক্তার, ফারহানা আক্তর, লায়লা ইয়াসমিন, তাহেরা মহরম, তছলিমা আক্তার, কামাল উদ্দিন, ভাগিনা ভুট্টু ও মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেজর জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বাঙালিদের আহবান জানান এবং স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা ঐ দিন বেশ কয়েকবার সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচারিত হয়। মেজর জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণার পর নিরস্ত্র বাঙালি দলে দলে মুক্তিযুদ্ধে যোগদান করেন। একই বছর ১৬ই ডিসেম্বর স্বাধীনতা লাভের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক নতুন একটি দেশ আত্মপ্রকাশ করে। তখন থেকেই প্রতি বছর মার্চ মাসের এই দিন স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি সকল শহীদদের। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরন করছি সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান কে।তিনি আরো বলেন জাসাসের প্রতিটি নেতাকর্মীদের শহীদ জিয়াউর রহমানের মত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।