অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বঙ্গোপসাগরে ৭ মাঝি উদ্ধার, অস্ত্রসহ ১৩ জলদস্যূ আটক

0
.

বঙ্গোপসাগরে জেলেদের মাছ লুটপাট কালে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে ১৩ জলদস্যূকে আটক করেছে। রবিবার রাতে বঙ্গোপসাগরের কক্সবাজারের কুতুবদিয়া গভীর সাগরে এ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় মাছ ধরার ট্রলারে ৭ জন মাঝিমল্লাকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্বজোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. ওমর ফারুক আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সমুদ্রে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন নিয়মিত টহল প্রদান কালে কোস্টগার্ড  জাহাজ তাজউদ্দিন খবর পায় একটি মাছ ধরা ট্রলারে জলদস্যু আক্রমন করছে, খবর পাওয়ার পর তাজউদ্দিন জাহাজের অধিনায়ক কমান্ডার এম নাজমুল হাসান দ্রুত জাহাজনিয়ে উক্ত ট্রলারের কাছে যায়। কোস্ট গার্ড জাহাজ আসতে দেখে জলদস্যু দল দ্রুত পালিয়ে যেতে থাকে তখন কোস্ট গার্ড জাহাজ তাদেরকে ধাওয়া করে ট্রলারসহ ১৩ জলদস্যুকে আটক আটক করা হয়।

.

আটক করার পর উক্ত বোট থেকে ৩টি দেশীয় পিস্তল, ২২ রাউন্ড তাজা গুলি, ৩টি চাপাতি, ১০ টি মোবাইল ফোন এবং নগদ  ৬ হাজার ৪৮৭ টাকা জব্দ করা হয়।

তবে আটক জলদস্যু ও উদ্ধার হওয়া মাঝি-মাল্লাদের নাম ও পরিচয় জানায় নি কোস্টগার্ড। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় কোস্টগার্ড।