অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

 নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে চট্টগ্রাম জাসাসের শোক

0
.

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতৃবৃন্দ।

বিএনপি’র সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী আজম চৌধুরী,এবং নগর জাসাস কমিটির সভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপন, সিনিয়র সহ-সভাপতি এম. এ মুছা বাবলু, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, সৈয়দ জিয়া উদ্দিন,যুগ্ম সম্পাদক ফজলুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নগর জাসাস নেতা মহিউদ্দিন, মঈন উদ্দিন মহিন,নগর নেতা খায়রুল বারী আইরিশ আরাফাত হোসেন অরেঞ্জ, ফরিদুল আলম মিল্লাত,হাসান উদ দোল্লা সোহেল প্রমুখ।
সোমবার (২১ আগস্ট) রাতে এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, চলচ্চিত্র জগতে অভিনয় দক্ষতার জন্য কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক  এদেশের মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বলিষ্ঠ অভিনেতাকে হারালো যার শুণ্যস্থান সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক বিহব্বল পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন।