অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ক্লিফটন গ্রুপ টি-১০ কর্পোরেট ক্রিকেট টূর্ণামেন্ট শুরু

0
.

ক্রীড়া প্রতিবেদক:

চট্টগ্রামের ৬টি স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহনে চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাবের আয়োজনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুভ উদ্বোধন হলো ৩ দিন ব্যাপী ক্লিফটন গ্রুপ টি-১০ কর্পোরেট ক্রিকেট টূর্ণামেন্ট ২০১৮।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম কেএন হারবার প্রতিনিধি নিজামুদ্দিন নিজু ও লুৎফুল করিম সোহেল।

আয়োজক কমিটির সহ-সভাপতি সাবেক জাতীয় ক্রিকেটার মো. শহিদুর রহমান,সদস্য সচিব ফজলে বারী খান রুবেল, সাবেক জাতীয় ক্রিকেটার সদস্য নুরুল আবেদীন নোবেল,ওমর আজম,জাহিদ হাসান,জাহিদ রেজা বাবু,ফজলে আহসান খান টিটু,ওয়ালীউল আবেদীন সাকিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু।

অংশগ্রহণকারী দল :-আম্বিয়া গ্রুপ, চিটাগাং বুল্স, চিটাগাং মাস্টার্স, ইস্পাহানি গ্রুপ, মাস ইন্টিমেট্স, পেনিনসুলা এয়ার পোর্ট গার্ডেন।

১ম খেলা : পেনিনসুলা এয়ার পোর্ট গার্ডেন ্ ৩ উইকেটে চিটাগাং বুল্সকে পরাজিত করেছে।
চিটাগাং বুল্স বনাম পেনিনসুলা এয়ার পোর্ট গার্ডেন

চিটাগাং বুল্স ( টস হেরে)ব্যাটিং : চিটাগাং বুল্স ৯২/৮, ১০ওভার। জবাবে পেনিনসুলা এয়ার পোর্ট গার্ডেন :
ব্যাটিং : পেনিনসুলা এয়ার পোর্ট গার্ডেন : ৯৩/৭, ১০ ওভার।

২য় খেলা : ইস্পাহানি গ্রুপ ১ রানে এমএএস ইন্টিমেটস্কে পরাজিত করেছে।ইস্পাহানি গ্রুপ বনাম এমএএস ইন্টিমেটস্ইস্পাহানি গ্রুপ (টস জিতে)
ব্যাটিং : ইস্পাহানি গ্রুপ ্ ৭৮/৬, ১০ওভার। জবাবে এমএএস ইন্টিমেটস্: এমএএস ইন্টিমেটস্: ব্যাটিং : ৭৭/৬, ১০ওভার।

৩য় খেলা : আম্বিয়া গ্রুপ ৪ উইকেটে চিটাগাং বুল্স্কে পরাজিত করেছে।আম্বিয়া গ্রুপ বনাম চিটাগাং বুল্স চিটাগাং বুল্স (টস হেরে):চিটাগাং বুল্স ব্যাটিং : ১০০/৮, ১০ ওভার-জবাবে আম্বিয়া গ্রুপ :আম্বিয়া গ্রুপ : ব্যাটিং : ১০৫/৬, ৯.৫ওভার।