অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কিংবদন্তি সুচিত্রা সেনের পঞ্চম প্রয়াণ দিবস আজ

0
.

বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন। যার অনবদ্য অভিনয় এখনো দাগ কেটে রয়েছে কোটি ভক্তের হৃদয়ে। পাবনার মেয়ে সুচিত্রা সেন নিজের অভিনয়ের গুণে মাত করে রেখেছিলেন দুই বাংলার চলচ্চিত্রপ্রেমিদের। আর আজ এই এই মহানায়িকার পঞ্চম প্রয়াণ দিবস।
২০১৪ সালের এই দিনে ৮৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সুচিত্রা সেন। তার প্রয়াণ দিবস পালনে পাবনায় স্মরণসভার আয়োজন করেছে জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন।

সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে পাবনার যত আয়োজন:

সুচিত্রা সেনের পঞ্চম প্রয়াণ দিবস পালনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনায় স্মরণসভার আয়োজন করেছেন জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। আজ সকাল ১০টায় মহানায়িকার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ অন্যরা।

এরপর সংগ্রহশালা থেকে সুচিত্রার শৈশবের স্মৃতি বিজড়িত বিদ্যাপিঠ পাবনা টাউন গালর্স হাইস্কুল পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন সর্বস্তরের মানুষ। পদযাত্রার পরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুচিত্রা সেন স্মরণসভা। এর বাইরে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করা হবে। এছাড়াও সপ্তসুর পাবনার আয়োজনে বেলা সাড়ে ১১টায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি অডিটরিয়ামে আয়োজন করা হয় স্মরণ সভার।