অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ৪ টন জাটকা ইলিশ জব্দ, আটক ৩

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে ৪ টন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এসময় ৩ জনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) বিকালে উপজেলার ছোটদারোগার হাট ওজন স্কেল এলাকায় একটি ঢাকামূখী কভার্টভ্যান থেকে উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে ৪ হাজার কেজি জাটকাসহ একটি গাড়ি আটক করা হয়।

পুলিশ জাটকাসহ কভার্টভ্যানটি আটক করে উপজেলা চত্বরে নিয়ে আসে। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিল্টন রায় আটক তিনজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, গোপন সংবাদে জানতে পেরে আমরা পুলিশের সহযোগীতায় গাড়িসহ জাটকাগুলো জব্দ করি। জাটকা ধরা আইননত দন্ডনীয় অপরাধ সত্বেও তা এক শ্রেণীর মানুষ সাগর থেকে ধরছে। জব্দকৃত জাটকা ইলিশগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিমখানাতে বিতরণ করা হয়।