অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে পারিবারিক শশ্মান দখলের ঘটনা নিয়ে উত্তেজনা

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 
চট্টগ্রামের বোয়ালখালীতে এক পরিবারের পারিবারিক শশ্মান দখল করে ঘেরা বেড়া ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

৩১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব শাকপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দীপক বিশ্বাসের বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

ব্যাংকার দীপক বিশ্বাস জানান, শাকপুরা ঘোষখীল গ্রামের বাসিন্দা মো.কাসেম নামের এক ব্যক্তি ওই এলাকার বিশ্বজিৎ বৈদ্য থেকে কয়েক শতক নাল জমি আমমোক্তারনামা নেন। জমিতে যাতায়াতে স্থায়ী পথ নির্মাণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাসেমের নেতৃত্বের বেশ কয়েজন যুবক আমাদের পৈত্রিক জায়গায় স্থাপিত বংশপরম্পরার পারিবারিক শশ্মানের ঘেরাবেড়া গুঁড়িয়ে দিয়েছে। এতে বাধা দিলে তারা বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে।

.

তবে মো. কাসেম দাবি করে বলেন, ‘আদালত থেকে জায়গাটি আমি ডিগ্রি নিয়েছি। খতিয়ানে শশ্মান হিসেবে কোন উল্লেখ নেই।’

স্থানীয়রা জানান, দীপক বিশ্বাসরা বংশপরম্পরায় এ শশ্মান ব্যবহার করে আসছে। বছর খানেক আগে তার বোন ডলি বিশ্বাসকে ওই জায়গায় দাহ করা হয়েছিল। গত ২৩ জানুয়ারি ডলি বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মান্নান মোনাফ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।