অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোম্পানীগঞ্জে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিব প্রত্যাহার

0
.

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) চট্টগ্রামঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে ভুল প্রশ্ন পত্রে পরীক্ষা গ্রহণের ঘটনায় উপজেলার এক কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযোগ উঠেছে,শনিবার ২০১৯ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের নৈবক্তিক পরীক্ষা চলাকালে ২০১৮ সালে প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

এ ঘটনায়, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ কেন্দ্র সচিবকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের বাংলা প্রথম পত্রের নৈবক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় পেশকার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি জসিম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো.জসিম উদ্দিনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত কেন্দ্র সচিব মো.জসিম উদ্দিন’ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,ব্যক্তিগত শারীরিক সমস্যার কারনে অব্যাহতি নিয়েছি।
৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে এ ঘটনা জানাজানি হলে উপজেলার সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।