অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে দুর্নীতির মামলায় স্ত্রীসহ কাস্টমস কর্মকর্তা কারাগারে

0
.

দুদকের দায়ের করা একটি মামলায় চট্টগ্রামের এক কাস্টম কর্মকর্তা ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপি।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আকবর হোসেন মৃধার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহমুদুল ইসলাম বিষয়টি নিশি্্তি করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আমজাদ হোসেন হাজারী ও হালিমা বেগম লিপি জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সুত্রে জানাগেছে, ৩ কোটি ২ লাখ ৩২ হাজার ৪৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৩ জানুয়ারী নগরীর ডবলমুরিং থানায়

কাস্টমস কর্মকর্তা আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপির বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শামসুল আলম।

গত ১৪ জানুয়ারী এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।