অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ইংল্যান্ড ও ইউএনডিপির প্রকল্প পরিদর্শনে ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট টিম

0
.

ইংল্যান্ড সরকার ও  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)র সহায়তায় চট্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও দারিদ্রতা দুরীকরণে ৬৬৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় ২০০৮ সাল থেকে চলমান এ প্রকল্প এলাকা পরিদর্শন করেছে ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট টিম। আজ মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর পাহাড়তলী ওয়ার্ডের পূর্ব এক্স ই এন কলোনীতে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে স্থানীয় কিশোরদের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেন ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট টিম।

.

এর আগে ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট টিমের সদস্যরা এক্স ই এন কলোনীতে পৌছলে প্রকল্পের উপকারভোগী নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা তাদের উষ্ণ অভ্যার্থনা জানান। এবং প্রকল্পের মাধ্যমে তাদের অগ্রগতির বিষয়ে অভিহিত করেন। এসময় ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট টিম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তারা জানান, ২০০৮ সাল থেকে  এ প্রকল্পের মাধ্যমে রাস্তা, ড্রেন, টয়লেট, শিক্ষা, পয়নি:স্কাশন. স্কিন ট্রেনিং, মাদের পুষ্টি, শিক্ষা উপকরণ সরবরাহ, নিরাপদ পানি, সোলার লাইট, দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণসহ দারিদ্র জনগোষ্ঠির আত্মসামাজিক উন্নয়নে ব্রিটিশ সরকার ভুমিকা রাখছে দেখে ইংল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট টিম উচ্ছাস প্রকাশ করেন।

.

এসময় ক্রিকেট টিমের সাথে ছিলেন-প্রেগাম ম্যানেজার মিসেস ফারজানা মোস্তফা, ব্রিটিশ হাই কমিশনের সিনিয়র প্রেস অফিসার মেহের নিগার জেরিন, প্রেস এন্ড পাবলিকেশন অফিসার নারায়ন চন্দ্র দেবনাথ, ইউএনডিপির প্রতিনিধি প্রকল্প ম্যানেজার ড. সোহেল ইকবাল।