অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রেসিডেন্টের নির্বাচনী সভায় পদদলিত হয়ে ৭ জন নিহত

0
.

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির এক নির্বাচনী সভায় পদদলিত হয়ে ৭ জন মারা গেছেন।

এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

যানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পোর্ট হারকোর্টের আদোকিয়ে আমিয়েসিমাকা স্টেডিয়ামে যখন বুহারি তার বক্তব্য শুরু করেন তখন হঠাৎ ভীড় শুরু হতে থাকে।

‘স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার পরে ওই নির্বাচনী জনসভায় ভাষণ দেন বুহারি। তার ভাষণ শেষ হওয়ার পরই স্টেডিয়ামের একটি গেটে হুড়োহুড়ি শুরু হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। বুহারি সভাস্থল ত্যাগ করার সময় তাকে অনেকে অনুসরণ করার উদ্দেশে একসঙ্গে স্টেডিয়াম থেকে বের হতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বুহারির দপ্তর পরে এক বিবৃতিতে জানায়, ‘অল প্রোগ্রেসিভস কংগ্রেস (এপিসি) পার্টির বেশ কয়েকজন সদস্য পদদলিত হয়ে শোচনীয়ভাবে মৃত্যুবরণ করেছে বলে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।