অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গুগল ডুডলে ভালোবাসা দিবস উদযাপন

0
.

ভালবাসা দিবস উদযাপন উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে একটি চমৎকার ডুডল তৈরি করেছে।

ভালোবাসা দিবসের ডুডল তৈরিতে গুগল একজোড়া সাপ, লেডিবাগ পোকা ও মাকড়সা ব্যবহার করেছে।

ডুডলটিতে দেখা যাচ্ছে এক জোড়া সাপ দুদিক থেকে এসে একসাথে মিলিত হয়ে ‘হার্ট’ চিহ্ন তৈরি করছে। এরপর দুটি লেডিবাগ হাত মেলায় এবং দুটি মাকড়সা ভালোবাসা ছড়ায়।

এনিমেটেড ডুডলটিতে বোঝানো হয়েছে, ভালোবাসা সবার জন্য সমান আর দিবসটি উদযাপন করার জন্য রয়েছ অনেক উপায়। ভালোবাসা হচ্ছে এক বৈচিত্র্যময় অনুভূতি। ভালোবাসা কোনো নির্দিষ্ট বর্ণ, জাতি অথবা আকার ভেদের ওপর নির্ভর করে না। ভালোবাসা অবিচ্ছিন্নভাবে মাকড়সার জালের মতো আমাদের জীবনের সাথে সবসময়ই জড়িত।