অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তুর্না নিশীথা ট্রেনে মেক্সিকান নাগরিকের ব্যাগ চুরি

0
.

১৩ ফেব্রুয়ারী বুধবার রাত । ঢাকা থেকে তুর্না নিশীথা ট্রেনে চট্টগ্রাম আসছিলেন মেক্সিকান নাগরিক লুস আদ্রিয়ানা আলতামিরা লোপেজ। পেশায় একজন শিক্ষক। পাশাপাশি ব্যবসাও করেন মেক্সিকোতে। চট্টগ্রাম থেকে যাবেন কক্সবাজার। কোয়ান্টাম আয়োজিত সমুদ্র ভ্রমনে।

বৃহস্প্রতিবার ভোর পৌনে পাঁচটার দিকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা অতিক্রম করার পর পরই টের পেলেন তার হাত ব্যাগটি লাপাত্তা। ব্যাগে নিজের মেক্সিকান আইডি, মেক্সিকান পেসো (স্থানীয় মুদ্রা) এবং বাংলাদেশী ২০ হাজার টাকা, ব্যবহৃত মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার । সবকিছু হারিয়ে ট্রেনে একপ্রকার কিংকর্তব্যবিমুড় হয়ে পড়েন লোপেজ।

তাৎক্ষনিকভাবে ট্রেনের এটেনডেন্সদের জানানোর পরও কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ মেক্সিকান এই নাগরিকের।

ট্রেনে উপস্থিত পুলিশ সদস্যদের জানালে তারাও তাকে বিষয়টি খুবই স্বাভাবিক বলে অবহিত করায় ক্ষুদ্ধ তিনি। কর্তব্যরত পুলিশ সদস্য আবাদ মিয়া এসময় নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে লোফেজকে জানান, তিনজন মাত্র পুলিশ সদস্যর পক্ষ্যে ট্রেনের ২১ টি বগির নিরাপত্তা দেয়া অসম্ভব।

শনিবার কক্সবাজার থেকে ফিরে জিআরপি থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। নিজ দেশের আইডি ফিরে পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন লোপেজ।