অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কেপিএমে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

0
.

রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ এশিয়ার বৃহত্তম কাগজ-কল কর্ণফুলী পেপার মিলস লি. (কেপিএম) এ গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত পরিশোধ করা হয়নি শ্রমিক কর্মচারীর বেতন ভাতা। উল্টো পাওনা টাকা চাওয়ায় শ্রমিক কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এম.এম.এ কাদেরের বিরুদ্ধে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কেপিএমের সিবিএ ও নন-সিবিএ এর যৌথ আয়োজনে তিন শতাধিক ক্ষুব্ধ শ্রমিক কর্মচারী বিক্ষোভ মিছিল ও লাঞ্ছিতের প্রতিবাদে সভা করে।

এসময় কেপিএমে শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি মো. আব্দুল রাজ্জাক, সিবিএ সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কেপিএম এমপ্লোয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. আইয়ব খান, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, কেপিএম ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি মৌলভী মো. ইউনুছ, সাধারণ সম্পাদক মো. এমরান, সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কেপিএমে র্কমরত শ্রমিক কর্মচার দের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। বেতন ভাতা চাওয়ায় শ্রমিক র্কমচারীদের লাঞ্চিত করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও দ্রুত গত ২ মাস ১৫ দিনের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে।