অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে স্বপ্নের মানুষ প্রয়োজন”- তথ্যমন্ত্রী

0
.

তথ্যমন্ত্রী হাসন মাহমুদ বলেছেন, নেতৃত্ব তৈরি করতে ছাত্র সংসদের বিকল্প নেই , ২৮ বছর পর ডাকসু র্নিবাচন হওয়াটা ইতিবাচক। নির্বাচনও সুষ্ঠু হয়েছে তাই ডাকসুর ভিপি অন্য ছাত্র সংগঠন থেকে এসেছে। আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার চাকসু নির্বাচন দিবে।’

তিনি আজ বৃহস্পতিবার ১৪ মার্চ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ণ বিভাগের সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার জন্য নয়। বিশ্ববিদ্যালয়কে গবেষণার ওপরও জোর দিতে হবে। এটা জরুরি। কারণ একটি মান সম্পন্ন গবেষণাই পারে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। শুধু মেধা বিকাশের মাধ্যমে ভালো মানুষ তৈরি করা যায় না। মেধার সঙ্গে মনুষত্বের সমন্বয় করতে হবে। ভালো ছাত্রকে শুধু পুরস্কৃত করলে হবে না, ভালো মানুষকেও পুরস্কৃত করতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে স্বপ্নের মানুষ প্রয়োজন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে উন্নয়নের দিক থেকে বাংলাদেশ মালেশিয়া, থাইল্যান্ডের আগে থাকতো। দেশে এতো উন্নয়ন হয়েছে যে, ১০ বছর আগে বিদেশে যাওয়া মানুষগুলো এখন দেশে এসে শহর আর গ্রামের মধ্যে পার্থক্য করতে পারে না। শুধু ভৌত অবকাঠামো গত উন্নয় হলেই দেশ উন্নত হয় না। মানুষের মধ্যে থেকে মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে। আমার তেমন উন্নয়ন করতে চাই না, যেখানে মানবতা নেই।’

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যলায় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনিরুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার। পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম।