অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি ধমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখলের আশংঙ্কা এবং নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা নির্বাচনের দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী।

আজ শুক্রবার সন্ধ্যায় আলাদা ভাবে দুই প্রার্থী সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউনুচ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার নিলু।

.

তারা দুইজনই অভিযোগ করে বলেন, সরকার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ সবার জন্য উন্মুক্ত করে দিলেও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম দলীয়ভাবে একক প্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী ও জয়নব বিবি জলিকে মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেন।

এরপর থেকে আমাদেরকে মানসিকভাবে চরমভাবে চাপ সৃষ্টি করছে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। এছাড়াও আমরা আশংঙ্কা করছি ভোটের দিন তারা কেন্দ্র দখল করবে, আমাদের কোন এজেন্ট দিতে দিবেনা। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে সহযোগীতা কামনা করছি।