অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক প্রদীপ শীল

0
.

কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকা প্রবাসী যুকবের হাতে তুলে দিয়ে সততার এক দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক প্রদীপ শীল। তিনি চট্টগ্রামের রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাউজান প্রতিনিধি।

বুধবার তিনি টাকার মালিক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরের খীল গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ তৌহিদুল ইসলামের হাতে তুলে দেন।

এর আগে টাকা ও মূল্যবান দলিল কুড়িয়ে পাওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাংবাদিক প্রদীপ শীল। ১৮ মার্চ রাতে দেয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘চট্টগ্রাম শহর থেকে আসার পথে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে কিছু টাকা পাওয়া গেছে। সাথে কিছু কাগজপত্র রয়েছে। উপযুক্ত প্রমাণ স্বাপেক্ষে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে চাই।’

ফেসবুকে স্ট্যাটাসটি পাবার পর টাকার মালিক প্রবাসী যুবক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রদীপ শীলের সাথে যোগাযোগ করলে সত্যতা নিশ্চিত হবার পর তার হাতে টাকা ও মূল্যবান দলিল হাতে তুলে দেন সাংবাদিক প্রদীপ শীল।

টাকাগুলো ফিরিয়ে দেবার পর ফেসবুকে দেয়া আরেকটি স্ট্যাটাসে সাংবাদিক প্রদীপ শীল লিখেন, ‘আজ ২০ মার্চ ভারমুক্ত হলাম। চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের নন্দীরহাট এলাকায় কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকা প্রবাসী যুবকের হাতে তুলে দিতে পারলাম। সাথে কিছু কাগজপত্র ছিল, সেটাও বুঝিয়ে দিলাম।’

প্রবাসী যুবক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ডাচ্ বাংলা ব্যাংক মুরাদপুর শাখা থেকে টাকাগুলো উত্তোলন করে অটোরিকশায় বাড়ি ফিরছিলাম। এসময় টাকাগুলো ও জায়গার খতিয়ান অজানা স্থানে পড়ে যায়।’

সাংবাদিক প্রদীপ শীলের এই সততায় মুগ্ধ তার বন্ধুমহল থেকে শুরু করে অগণিত সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রশংসা করছেন।