অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপি থেকে পদত্যাগ করলেন পাপিয়া ও শিরিন

33
1472652134
শিরিন সুলতানা।                              সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

বিএনপির নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। এছাড়া বিএনপির ষষ্ঠ কাউন্সিলে গৃহীত নীতি ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে নতুন কমিটির স্বনির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছেন শিরিন সুলতানা। তবে তিনি মহিলাদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার (২৯ আগস্ট) এ দু’জন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

পদ ছাড়ার বিষয়ে জানতে চাইলে শিরিন সুলতানা বলেন, বিএনপির ষষ্ঠ কাউন্সিলে গৃহীত নীতি ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে নতুন কমিটির স্বনির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রে আমি তাই উল্লেখ করেছি।

পদত্যাগের বিষয়টি জানতে আশরাফি পাপিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

বিএনপির নতুন কমিটি ঘোষণার পর ‘সার্কাস পার্টি’ উল্লেখ করে ফেসবুকে পাপিয়া স্ট্যাটাস দেন। বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশিত হলে ১১ আগস্ট সংবাদ সম্মেলন করে স্ট্যাটাসের বিষয়টি বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন তিনি বলেন, তার কোন ফেসবুক একাউন্ট নেই।

৩৩ মন্তব্য
  1. SI Shahin বলেছেন

    ভাল হয়েছে

    1. Saiful Islam Shilpi বলেছেন

      কি কারণে ভালো হয়েছে..?

  2. Mohammad Didarul Alam Didar বলেছেন

    কতো খানি সত্য Brother….

    1. Saiful Islam Shilpi বলেছেন

      আমি কনফার্ম না হয়ে নিউজ করি না…।

  3. Apxn Monjur Morshed Rony বলেছেন

    শিরোনামটা সঠিক হয়নি,বিভ্রান্তমূলক হয়েছে।

    পছন্দের পদ রেখে অন্যপদ থেকে তারা পদত্যাগ করেছেন।

  4. Apxn Monjur Morshed Rony বলেছেন

    শিরোনামটা সঠিক হয়নি,বিভ্রান্তমূলক হয়েছে।

    পছন্দের পদ রেখে অন্যপদ থেকে তারা পদত্যাগ করেছেন।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      ওনাদের পত্রের লেখা আছে “পদত্যাগ করলাম”। শিরোনাম সবসময় সংক্ষিপ্তই হয়। নিউজে বিস্তারিত আছে। তাছাড়া পাপিয়া সব পদথেকে পদত্যাগ করেছেন।

  5. Belayet Hossain Belal বলেছেন

    এটা কোন দায়িত্বশীল পোর্টালের শিরোনাম হতে পারে না

    1. Saiful Islam Shilpi বলেছেন

      নিজের বগলে শুকে দেখে তারপর অন্যজনের সমালোচনা করবে। তোমার এ পত্রিকা যেখানে তুমি কাজ। তোমার সম্পাদককে বল যে তিনি কোন দায়িত্ব শীল সাংবাদিকতা করছে..http://www.mzamin.com/article.php?mzamin=29764

    2. Belayet Hossain Belal বলেছেন

      আমাদের শিরোনামে কিন্তু বলা নেই বিএনপি থেকে পদত্যাগ করেছে। আশা করি, সাংবাদিকতায়য় শব্দের খেলা আপনি আমার থেকে বেশি বুঝেন।

    3. Saiful Islam Shilpi বলেছেন

      ওরা কোথ্থেকে পদত্যাগ করছে..? তাহলে ওরা লীগ করতো নাকি জাপা করতো..?

    4. Saiful Islam Shilpi বলেছেন

      ওরা বিএনপি করে বিদায় লেখা হয়েছে বিএনপি থেকে পদত্যাগ করছে। এখানে দায়িত্বশীলের ঘাড়তি কি দেখলা।..?

    5. Belayet Hossain Belal বলেছেন

      পদ থেকে পদত্যাগ করা আর দল থেকে পদত্যাগ করা কি এক কথা হলো?? তাছাড়া দল থেকে পদত্যাগ করেছেন শুধু পাপিয়া। বাকি একজন?? আপনার শিরোনাম তো দুজনকেই দলচ্যুত করে দিলো

    6. Saiful Islam Shilpi বলেছেন

      ওরা মহাসচিবকে দেয়া পত্রে পদত্যাগ শব্দ লিখেছে, তাই সব পত্রিকায় পদত্যাগ লিখেছে। শুধু আমি না। হেড লাইনে অতটা লিখা যায় না। হেডলাইন সবসময় সংক্ষিপ্ত হয়। নিউজে লেখা আছে কে কোভ্খেকে পদ ত্যাগ করেছে। তোমার কাছ থেকে মনে হচ্ছে আমার নতুন করে সাংবাদিকতা শিখতে হবে..?

    7. Belayet Hossain Belal বলেছেন

      আপনার সাথে তর্কে জড়ানোর কোন ইচ্ছাই আমার নেই। মাফ চাই, আমার ভুল হয়ে গেছে। সম্ভবত আতাউস সামাদ বা এবিএম মূসাদেরও ছাড়িয়ে গেছেন আপনি। খোদার কসম করে বলছি, আপনার কাছে মাফ চাই রে ভাই।

    8. Masbah Uddin Raju বলেছেন

      ha ha ha

    9. Saiful Islam Shilpi বলেছেন

      Belayet Hossain Belal তুমি আসলে একটা বেয়াদপ ছেলে, এর আগেও তুমি বার বার ফালতু বিষয় নিয়ে বির্তক করেছো। তোমাকে আমি বলেছিলাম আমার স্ট্যাটাসে না বুঝে কমেন্টস করবে না। কয়দিন হয়েছে তুমি সাংবাদিকতায় আসছো। আমার সাংবাদিকতার বয়স তোমার বয়সের চেয়ে বেশি হবে। শিখার আগ্রহের চেয়ে জ্ঞান দানের প্রবণতাটা তোমার কাছে বেশি। এর আগেও তুমি এভাবে মাফ চেয়েছো।

    10. Belayet Hossain Belal বলেছেন

      ভাই, সমস্যাটা হচ্ছে আপনি আমাকে নিতে পারেন না। আগেই ব্যাক্তিগতভাবে আক্রমণ করেন। তখন আমারও মেজাজ খারাপ হয়। আমি বেয়াদব না। আপনি ভুল বলেছেন। গঠনমূলক সমালোচনা করা যদি অপরাধ হয়, আমি মাফ চাই আবারো। আর আমি জানিনা, এই নিউজ পোর্টালটির জন্য আপনি এমন কেন করছেন। সম্ভবত আপনি এখানে কাজ করেন। একজন খুদে সংবাদকর্মী হিসেবে সমালোচনা করার অধিকার আমার আছে। আপনি আবারো কমেন্টগুলো পড়ে দেখেন, প্রথম থেকে আক্রমনাত্মক ভঙ্গিতে কে কথা বলেছে?? আমি না আপনি। এরপরো বলবো, ভালো না লাগলে আপনি আমাকে ফ্রেন্ডলিস্ট থেকে রিমোভ করে দেন। আমি ছোট মানুষ, তাই রিসিভিং পাওয়ারটা সেভাবে হয়ত গ্রো আপ হয়নি। কিন্তু আপনি তো বড়। আপনাকে আবারো বলছি- আমি বেয়াদব না, আমি সিনিয়রদের যথেষ্ট সম্মান করি।

    11. Saiful Islam Shilpi বলেছেন

      ঘটনমূলক সমালোচনা করলে কোন সমস্যা নেই, সমালোচনা থেকে অনেক কিছু শেখা যায়। কিন্তু তুমি বার বার আমার স্ট্যাটাসে এতে বুজে না বুজে অনথর্ক কমেন্টস করে বসো। তোমাকে বলেছি অন্যের দোষ ধরার আগে নিজে কতটুকু ভালো বা জ্ঞানী তা ভা্বা উচিত। তোমার প্রথম কন্টেসটা তুমি পড়ে দেখো তুমি কি লিখেছে।অথচ প্রায় সেইম হেডলাইন তোমার মানবজমিন এবং আজকে সব পত্রিকা করেছে। আর তুমি এখানে এসে হুট করে বলে দিলে “এটা কোন দায়িত্বশীল পোর্টালের শিরোনাম হতে পারে না” । এটা আমার নিউজ পোর্টাল তাই আমার লেগেছে। তোমার কথায় বুঝা যাচ্ছে তোমার কাছ থেকে আমায় দায়িত্বশীলতা শিখতে হবে।

    12. Belayet Hossain Belal বলেছেন

      ভাই, সব ঠিকাছে। কিন্তু আপনাকে দায়ীত্বশীলতা কেনো শেখাতে যাবো। আমার কাছে এই হেড লাইনে কিঞ্চিৎ সঠিক নয় বলে মনে হয়েছে। কারন, পাপিয়ার সাথে বাকি নেত্রীর পদত্যাগ এর ধরন কিছুটা ভিন্ন। আমি সেই কথাটা বলতে চেয়েছি। এখানে হয়তো আমার শব্দ চয়নে ভুল থাকতে পারে। কিন্তু ভাই আবারো বলছি, আমি বেয়াদব না। খবর নিয়ে দেখতে পারেন

  6. Nasir Uddin বলেছেন

    Saiful Islam Shilpi bhai kotoh tuku shotto mitta janina, tobeh oder dole kub proiojon.

    1. Saiful Islam Shilpi বলেছেন

      ১০০% সত্য..

  7. Fasiul Alam বলেছেন

    নিউজটা সত্য কি ভাই?

    1. Saiful Islam Shilpi বলেছেন

      পড়ে দেখেন সত্য না মিথ্যা….

    2. Fasiul Alam বলেছেন

      ওকে

  8. Muhammad Eman Uddin বলেছেন

    হায় হায় এইডা কয় কি?

    তাইলে এইবার যোগ দিবে কোনখানে?
    দলে পদ না পেয়ে কোন পথ ধরলেন নেত্রীরা??
    দলের জন্য এত কান্নাকাটি এত বকাবকি, এ সব করছিলেন কেন?
    দলকে ভালবেসে করেছিলেন, নাকি পদ পাবার লোভে করেছিলেন?

    স্বার্থ বড় বেঈমান জিনিস !!!

  9. Saiful Islam Shilpi বলেছেন

    এরাতো নিজের স্বার্থের জন্য এবং নিজের প্রয়োজনে দল করে। তাই সুবিধা মত জায়গা না পেলেই পদত্যাগ করে অন্য দলে সুবিধা খোঁজে।

  10. Hasan Chowdhury বলেছেন

    ২ টা পদ ছিল,১ টি ছারলেন ১ টি আছে।

  11. Helal Khan বলেছেন

    তাতে কি হয়েছে কত যাবে কিন্তু জনগন বি এন পি কে চাই ……দুঃখের দিনে চলে গেল যান তবে সুখের দিন আসলে তখন খবর আছে এসব বেঈমানদের……

  12. Muhammad Eman Uddin বলেছেন

    সমুদ্র থেকে এক বালতি পানি তুলে নিলে, সমুদ্রের যেমন কোন কম পড়ে না, তেমনি দল থেকে এমন দুই চার জন স্বার্থবাদি চলে গেলে দলের উপর কোন প্রভাবই পড়ে না। বরং দলের মধ্যে ফেসে থাকা ময়লা গুলোই পরিস্কার হয়ে যায়।

    তারা পূর্বের নেতা কর্মিদের অবস্থাটা দেখে শিক্ষা নেয় না কেন?
    বি চৌধুরী, নাজমুল হুদা, কর্ণেল অলি সহ এমন আরো কত নেতা চলে গেছে। তাতে কি হয়েছে? তাদের সাথে দল ছেড়ে কয়জন গেছে?

    এসব দেখেও যাদের শিক্ষা হয় না, তারা চলে গেলেই উত্তম।

  13. Mizanur Rahman Masud বলেছেন

    …তার মানে ধীরে ধীরে ভালোর দিকে/ আলোর দিকে বিএনপি, আপাতত দুই ‘বেয়াদপ’ মুক্ত হল !

  14. Mahbub Roni বলেছেন

    Sotti ki na

  15. Shahed Akboer বলেছেন

    দুই পোষ্ট ছিল এক পোষ্ট ছেডে দিয়েছে।