অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই: ৯৯৯ কল পেয়ে আটক করলো পুলিশ

0
.

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে ছিনতাইকারীকে তাৎক্ষণিক আটক করে থানা পুলিশ। আটক ছিনতাইকারীর নাম বোরহান উদ্দিন রব্বানী প্রঃ ইমন (২২)।

শনিবার রাতে ব্রীজঘাট এলাকাস্থ বিআইডব্লিউটিএ ভবনের পিছনে সাম্পান ঘাটে এই ঘটনা ঘটে।

জানা যায়, মোঃ মঞ্জুর (১৮) পেশায় বাবুর্চি। তিনি শনিবার রাতে কাজ শেষে বাসায় যাওয়ার পথে ব্রীজঘাট এলাকাস্থ বিআইডব্লিউটিএ ভবনের পিছনে সাম্পান ঘাটে পৌছালে ছিনতাইকারী ইমন ডিবি পুলিশ পরিচয় দিয়া ভয়ভীতি দেখায় এবং তার নিকট অবৈধ জিনিস আছে ও তাহাকে ধরিয়া নিয়া যাইবে বলিয়া জানায়। একপর্যায়ে জোরপূর্বক তার প্যান্টের বাম পকেটে থাকা ০১টি ওহাবহং মোবাইল ফোন ছিনাইয়া নিতে চাহিলে বাদী ছিনতাইকারী ছিনতাইকারী বলিয়া ডাক চিৎকার দিলে আশেপাশে থাকা জনগন ৯৯৯ এ সংবাদ দেয়। তথায় টহল ডিউটিরত এএসআই/মোঃ সাদেক হোসেন থানা থেকে সংবাদ পাইয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়া আসামীকে আটক করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়া বাদীর নিকট হইতে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করে।

কোতোয়ালী থানার ওসি মো: মহসিন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।