অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়ায় আগুনে ৭ প্রতিষ্ঠান পুড়ে ছাই

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে গেছে ৭টি দোকান। এতে অন্তত ৫০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

গতকাল (১৫ জানুয়ারী) বুধবার দিনগত রাত ৩টার সময় চায়ের দোকানের গ্যাসের চুলার আগুন থেকে এই আগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

আগুনে নুরুল আলমের চায়ের স্টল আব্দুল মান্নানের “মান্নান স্টোর”, নুরুল ইসলামের বাদল স্টোর, ইউসুফ আলীর খাজা মৎস্য খামার, আবুল হোসেনের মায়ের দোয়া মৎস্য খামার ও মোঃ জাকের হোসেনের হাসেম টেলিকম পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে।

.

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে পটিয়া স্টেশন থেকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

আজ বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ঠিক সময়ে না পৌছলে আরো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।