অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সোলাইমানি হত্যা: ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে ইরান

0
.

বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তার প্রশাসন ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছে বলে দেশটির বিচার বিভাগের শীর্ষ মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি জানিয়েছেন । নিউ ইয়র্ক টাইমস

সোলাইমানি হত্যার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ইরানের মর্মান্তিক ও শক্তিশালী যুদ্ধাপরাধের মামলা রয়েছে এবং এটি জিততে পারে বলেও আশা করে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপটি যে সন্ত্রাসবাদী কাজ তাতে কোন সন্দেহ নেই। ট্রাম্প ব্যক্তিগতভাবে এই ফৌজদারি আইনটির আদেশ দিয়েছিলেন এবং এটিই হবে কোর্টের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। সেজন্যই তার বিরুদ্ধে ইরান, ইরাক এবং হেগ কোর্টে (আন্তর্জাতিক আদালত বিচার) আন্তর্জাতিক আদালতে মামলা করতে চাইছে বলে জানান তিনি।

এছাড়াও তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করা উচিত বলেও সংবাদ সম্মেলনে এসমাইলি হুঁশিয়ারি দেন।