অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহাসড়কে দুর্ঘটনা রোধে সীতাকুণ্ডে মানববন্ধন পালিত

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে ৭ দফা দাবী প্রস্তাব দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ও সেবক।

আজ শনিবার ১৮ জানুয়ারী সকালে সীতাকুণ্ড ফৌজদারহাট জলিল গেইট এলাকায় “জীবন যবনিকায় সীতাকুণ্ড কেন শেষ ঠিকানা ? অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় অকাল জীবননাশ” এর প্রতিবাদে যাত্রী অধিকার আন্দোলনে কর্মরত সংগঠন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ও এসো সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কর্মরত সংগঠন সেবকের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে ৭ দফা দাবীতে হাইওয়ে পুলিশের চট্টগ্রাম জোনের সহকারী পুলিশ সুপারের মাধ্যমে অতিরিক্ত আইজিপিকে স্মারকলিপি প্রদান করে সংগঠনগুলো।

মানববন্ধনে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, মুজিববর্ষ শুরু হওয়ার প্রথম মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ১৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৫ জন, আহত হয়েছেন ৩০ জন। যানবাহনের সংখ্যা প্রতিদিন বাড়লেও মহাসড়কে যান চলাচলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। দুর্ঘটনায় নিহতদের বাড়িতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হচ্ছে। একটি দুর্ঘটনা শুধু প্রাণই কেড়ে নেয় না, একটি পরিবারকে তছনছ করে দেয়। আর পঙ্গু হলে সারাজীবন তা বয়ে বেড়াতে হয়। ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। তাই চালক-যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে হাইওয়ে পুলিশকে আন্তরিক হতে হবে।

মানববন্ধনে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোখতার হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাবেক সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, সেবক চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আলম, উত্তর জেলা সদস্য সচিব সুজন মল্লিক, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের হাবিবুর রহমান, রুচমিলা আক্তার, সাইদুল ইসলাম প্রমুখ।