অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঢাকা সিটি নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারী

0
.

অবশেষে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। নতুন তারিখ অনুয়ায়ী আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

৩০ জানুয়ারি সনাতন ধর্মালম্বীদের পূজা থাকায় নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার পর নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে সিইসি নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১ ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।

গত কয়েকদিন ধরে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।