অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে দোকান উচ্ছেদ করে রাস্তা চওড়া করলেন ইউএনও

1
.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারীর ব্যস্ততম এলাকা হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সওজের জায়গা দখল করেই গড়ে উঠেছিল দোকানপাট। চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সড়কের মিলনস্থল হওয়ায় হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকার নিত্যসঙ্গী যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছিল যাত্রীসাধারণ।

সম্প্রতি রাঙ্গামাটি ও খাগড়াছড়িসড়কের সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় সড়কের আয়তন বাড়াতে রাস্তার দুইপাশের সওজের জায়গায় স্থাপিত দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। গত রবিবার বিকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের সাড়ে তিন শতক জায়গা উদ্ধার করা হয়। এ সময় কয়েকটি পাকা স্থাপনা ও দোকান গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, সওজের ২কোটি টাকার জায়গা উদ্ধার করে দিলাম। পর্যায়ক্রমে বাকীগুলো করা হবে। উদ্ধারকৃত জায়গার পূর্ব দিকে ১২শতক সরকারি খাস জায়গা দখলে আছে। তাও উদ্ধারে নামবে প্রশাসন। উদ্ধারকৃত জায়গায় দ্রুত কাজ শুরু হবে বলেও জানান তিনি।

অভিযানে সওজের উপ সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, মডেল থানার পুলিশ সহ ভূমি অফিসের লোকজন উপস্থিত ছিলেন।