অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহ আমানত বিমানবন্দরে পরিত্যাক্ত অবস্থায় ৩ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

0
.

চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের স্বর্ণের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

রবিবার (১৯ জানুয়ারি) বোডিং ব্রিজ এলাকায় বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট গেইটের কর্ণার থেকে পরিত্যক্ত অবস্থায় থেকে ৩ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দরের কাস্টম ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম  বলেন, রবিবার দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এই ফ্লাইট দিয়ে হয়ত স্বর্ণগুলো দেশে আনা হয়েছে। মূলত পরিত্যক্ত অবস্থায় বোডিং ব্রিজ থেকে ৫২ পিচ (৬.৮৪০ গ্রাম) কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

উদ্ধার করা স্বর্ণের বিষয় কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।