অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম ও বেনাপোল কাস্টমস দিবসে পালিত হচ্ছে নানা কর্মসূচি

0
.

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম বেনাপোল কাস্টম হাউসে পালিত হচ্ছে নানা কর্মসূচি।

দিবসটি পালন উপলক্ষ্যে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম কাস্টম হাউসে শোভাযাত্রা উদ্বোধন করেন বন্দর আসনের সংসদ সদস্য এমএ লতিফ।

এবার কাস্টম দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি এন্ড দ্য প্ল্যানেট।’

শোভাযাত্রাটি নগরর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উইংয়ের অংশীজন, কাস্টম হাউসের শুল্ক মূল্যায়ন, আপিল কমিশন, আয়কর, শুল্ক গোয়েন্দা, বন্ড কমিশনারেট, কাস্টমস একাডেমি, ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, ঢোলবাদক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার বাদক দল, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিলো ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, ঢোলবাদন, বাদক দল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি। এ উপলক্ষে কাস্টম হাউস, গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টম হাউস অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রায় অংশ নেন আন্তর্জাতিক কাস্টম দিবস উদযাপন আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার ফখরুল আলম, অতিরিক্ত কমিশনার মো. আকবর হোসেন, কাজী জিয়া উদ্দিন, যুগ্ম কমিশনার মাহবুব হাসান, এএসএম শামসুজ্জামান, সাধন কুমার কুণ্ড, শরীফ হাসান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন প্রমুখ।

বেনাপোল কাস্টমসঃ

আমাদের বেনাপোল প্রতিনিধি জানান, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ রবিবার (২৬ই জানুয়ারি) সকালে বেনাপোল কাস্টমস হাউসে জাঁকজমক পূর্ণভাবে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে।

বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এম,পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ অাফিল উদ্দীন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মেফতাহ উদ্দিন খান, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল অারিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে,কর্ণেল সেলিম রেজা,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন, মুখ্য আলোচক ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

এর আগে বিশেষ অতিথি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে বেনাপোল কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, স্টাফ এসোসিয়েশনের সদস্যদের নিয়ে বিশাল এক র্যালী বেনাপোল বাজার প্রদিক্ষন করে কাস্টমস হাউসের মাঠে এসে শেষ হয়। এর পর পায়রা ও বেনুল উড়িয়ে বিশেষ অতিথি কাস্টমস দিবসের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।