অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৯৯৯ নাম্বারে ফোন করে রক্ষা পেল নোয়াখালী পরিবার

0
.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দিয়ে বসত ঘর ভাংচুর ও সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেল নোয়াখালীর সুধারামের মন্নান নগরের চর উরিয়া গ্রামের একটি পরিবার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নবীর হোসেন নির্দেশে ভূক্তভোগেী পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

জানা যায়, স্থানীয় জাকিরের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় স্বপন নামে এক বখাটে যুবক ঐ পরিবারের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সহিদ ও বিবি রহিমার বসত বাড়ীতে হামলা ভাংচুর করে।

এসময়ে তাদের হামলায় বিবি রহিমা (২৫), মনসুরা খাতুন (৬০), পপি আক্তার সহ ৪ জন আহত হয়।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে জানালে (এসআই) প্রিয়তোষের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগেী পরিবারকে উদ্ধার করে নিয়ে আসে ।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।