অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলীতে হাতির তান্ডবে নারীর মৃত্যু

0
ফাইল ছবি।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মায়া রানী বড়ুয়া (৬০) তিনি উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ শাহমীরপুর এলাকার বিহারী বড়ুয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্য হাতির পায়ের চাপায় রানী বড়ুয়ার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বন্যহাতির পাল প্রায় সময় বাঁশখালীর পাহাড় হয়ে আনোয়ারা ও কর্ণফুলী কেইপিজেড এলাকায় ঢুকে মানুষের ক্ষতিসাধন করে থাকে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার বিহারী বড়ুয়ার বাড়িতে ঢুকে হাতির পাল তাণ্ডব চালায়। এসময় সামনে পেয়ে রানী বড়ুয়াকে আক্রমণ করে রক্তাক্ত করেন। এলাকার লোকজন আহত অবস্থায় উদ্ধার করে রানী বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।