অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাজীর দেউড়ির জুয়ার আসর থেকে ১২ নির্মাণ শ্রমিক আটক

1
.

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে আটক করেছে। এসময় নগদ ৬২ হাজার টাকা ও জুয়ার খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতরা নির্মাণ শ্রমিক বলে জানাগেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে কোতোয়ালী থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি এ অভিযান চালায়।

.

আটক জুয়াড়িরা হলেন- মোঃ আবুল হোসেন (৩৪), মোঃ জাহিদ (৩৫) (পুরাতন টাইলস বিক্রেতা) , মোঃ শিপন (৩০), মোঃ শাহাজাহান (৩৯), মোঃ দিদারুল আলম (৩৫) (পুরাতন টাইলস বিক্রেতা), ইলিয়াছ খান মানিক (৩৫) (ইউসুফ হত্যা মামলার আসামী), মোঃ মনির হোসেন (৩৪), সৈয়দ মোঃ সোহেল (৩২), মোঃ সাইদুল ইসলাম সুমন (২০), মোঃ নাসির মিয়া (৩৫), মকবুল হোসেন (৩০) ও মোঃ সেলিম (৪২) (বাবুর্চি)।

জব্দ করা হয়েছে-৫২(বায়ান্ন) পাতা তাস ও ৬২ হাজার টাকা ও বেশ কিছু মোবাইল ফোন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন রাতে পাঠক ডট নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

.

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী, কাজী পাড়া, পোড়া কলোনীর পাস্তা ভিলার নিচতলায় চট্টগ্রাম জেলা নির্মান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২২১৩)এর কার্যালয়ে অভিযান চালিয়ে সেখানে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ১২জন জুয়াড়িকে আটক করো হয়। তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিনা অনুমতিতে অবৈধভাবে জুয়া খেলা চালিয়ে আসছিল।

এ ঘটনায় এসআই মৃণাল কান্তি মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।