অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালী থেকে কুতুবদিয়া ওরশে যাবার সময় নৌকা ডুবি: ৪ জনের লাশ উদ্ধার

0
ছবিঃ কালের কণ্ঠ থেকে নেয়া।

চট্টগ্রামের বাঁশখালী থেকে কক্সবাজারের কুকুবদিয়ার দরবার শরীফের ওরশে যাওয়ার সময় বঙ্গোপসাগরে পৃথক নৌকা ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- প্রবাসী মো. আক্কাস (২৮) মো. মিনহাজ (১০), আব্দুল মালেক (৫০) ও আব্দুল জলিল (৩২)। তারা সবাই বাঁশখালীর বাসিন্দা।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ও সকাল ৯টায় সাগরে পৃথক দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বাঁশাখালী থানার অফিসার ইনসার্জ  মোহাম্মদ রেজাউল করিম মজুমদার পাঠক ডট নিউজকে নৌকা ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধারে কথা স্বীকার করে বলেন- সকাল ৯টায় এবং বেলা ৩টায় সাগরের মাঝ বরাবর এলাকায় দুটি পৃথক নৌকা ডুবির ঘটনায় ৪ জনের লাশ পাওয়া গেছে। দুটি নৌকাতে শতাধিক যাত্রী ছিল। সবাইকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।

তিনি জানান, কুতুবদিয়ার মালেকশাহ হুজুরের মাজারে ওরশ উপলক্ষে বাঁশখালির খানকাবাদ ও কাথারিয়া এলাকা থেকে এসব নৌকা নিয়ে ভক্তরা মাজারে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রীর কারণে সাগরের মাঝখানে ডুবে যায়। কোষ্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার কাজ চালায়।

স্থানীয় সুত্রে জানাগেছে, ৪০/৫০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ফিশিং বোটে ১২০/১২৫ জন যাত্রী নেওয়ার কারণে এ দুর্ঘটনাগুলো ঘটেছে।