অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ক্যান্সার চিকিৎসায় নয়. সচেতনতায় প্রতিরোধ সম্ভব

1
????????????????????????????????????
.

ক্যান্সার চিকিৎসায় নয় সচেতনতায় প্রতিরোধ সম্ভব জানতে চাই জানাতে চাই এবং জানবো এই শ্লোগানকে সামনে রেখে ব্রেষ্ট ক্যান্সার সচেতনার মাস অক্টোবর পালন উপলক্ষে গত ২১ শে অক্টোবর, শুক্রবার বিকাল ৩টার সময় চট্টগ্রাম নগরীর খুলশী থানা ও খুলশী মাঠের সামনে মহিলা ক্যান্সার সচেতনতা সোসাইটির উদ্যোগে সোসাইটি আহ্বায়ক ডা. নাহিদা খানম সিমু নেতৃত্বে মহিলাদেরকে ক্যান্সার বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে গোলাপী মিছিল গোলাপী ব্যাজ ধারণ এবং মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীতে চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি,রাজনৈতিক, চিকিৎসক সংগঠন স্ব স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা বলেন,সারা বিশ্বে ব্রেষ্ট ক্যান্সার হলে মহিলাদের ক্যান্সার এর মধ্যে দ্বিতীয় প্রধান ক্যান্সার। যার প্রকোপ প্রতিনিয়ত বেড়ে চলছে। প্রতি ১৯ সেকেন্ডে ১জন আক্রান্ত হচ্ছ্ েএভাবে বৃদ্ধি হতে থাকলে প্রতি আট জনের মধ্যে ১ জনের ব্রেষ্ট ক্যান্সার হবে। শুধু মহিলাদেরই ব্রেষ্ট ক্যান্সার হয় তা ঠিক নয়। পুরুষদেরও এই ক্যান্সার হওয়ার ঝুকি রয়েছে।

তবে আশার কথা হলো যে, প্রাথমিক পর্যায়ে ব্রেষ্ট ক্যান্সার সনাক্ত করা গেলে ও নিয়মিত সঠিক চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।

গোলাপী ব্যাজ ধারণ এবং মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান হাছিনা জাফর, জাতীয় পার্টি জেপি চট্টগ্রাম মহানগরের আহবায়ক আজাদ দোভাষ, চট্টগ্রাম উমেন চেম্বারের ভাইস চেয়ারম্যান গোলশান আলী, চট্টগ্রাম নাগরিক ফোরামে মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন,গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শাহানা বেগম,মরহুম এস এম জামাল উদ্দিনের স্ত্রী সোরাইয়া আক্তার, সোসাইটির যুগ্ন আহবায়ক জান্নাত আরা নয়ন,ডাক্তার আহম্মেদ সাঈদ,বি আই ডব্লি ট্রেড ইউনিয়নের চেয়ারম্যার আব্দু সবুর খান,রোটারীয়রি মিনহাজ, বেকারী মালিক সমিতির নেতা মো. নুরুল আবসার,সোসাইটি নেত্রী সাঈদা খানম,লায়ন জিন্নাত আরা,মহিলা নেত্রী রহিমা আক্তার ডলি, চট্টগ্রাম নাগরিক ফোরামে মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের স্ত্রী সেলিনা আক্তার।

মানব বন্ধনের শেষে সোসাইটির কর্মীরা বিভিন্ন ভাবে দল বদ্ধ হয়ে মিমি সুপার , শিল্প কলা একাডেমী, স্বপ্ন, আড়ং শফিং মলে প্রচার পত্র বিতরন করেন।

১ টি মন্তব্য