অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাটল ট্রেন-মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ: চালক ও পুলিশসহ আহত ৩জন

0
.

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর রেল স্টেশনে চাবি শাটল ট্রেন ও মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কয়েকটি বগি লাইনচূত্য হয়েছে। এতে ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লাহ হিল বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শরীফ আহত হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূইঁয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, সকালে চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে গেছে।

ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, সোয়া ১০টার দিকে চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী একটি ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে।

দুর্ঘটনায় শাটল ট্রেনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনার পরও আহতের সংখ্যা বেশি না হওয়ায় অনেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এখন ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।