অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনা আতঙ্কে সৌদি নাগরিকদেরও ওমরাহ বাতিল

0
.

বহির্বিশ্বের মতো এবার সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদেরও সাময়িক ভাবে ওমরাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সতর্ক থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

এর আগে বিদেশীদের ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি সরকার। একই সঙ্গে আক্রান্ত দেশের নাগরিকদের পর্যটন ভিসাও স্থগিত করেছে সৌদি সরকার।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে ওমরাহ করার জন্য জমা নেওয়া অর্থ এজেন্সির মাধ্যমে ফেরত দেয়া হবে বলেও জানানো হয়েছে। মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িকভাবে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কতদিন এসব নিষেধাজ্ঞা থাকবে তা প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সোমবার কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় সৌদি আরবে।