অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ভুয়া কাগজ তৈরী করে হেরোইন মামলার আসামীর জামিন: আইনজীবি কারাগারে

0
.

উচ্চ আদালতের জামিন নামার ভুয়া কাগজ তৈরী করে এক হেরোইন ব্যবসায়ীর জামিন নেয়ার চেষ্টা অভিযোগে মাহবুবুল হক সুমন নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৫ মার্চ) তাকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর ম্যাজিষ্ট্রেট এম এম মহিউদ্দিন মুরাদ এর আদালত তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

আদালতের এসি প্রসিকিউশন সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সুত্রে জানাগেছে, ২০১৬ সালে নগরীর রেল স্টেশন থেকে হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত নিজাম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

অন্য এক আসামীকে নিজাম উদ্দিন সংঘবদ্ধ একটি চক্র হাইকোর্টে নকল সহি মুহুরী এবং ভুয়া জামিনের কাগজ তৈরী করে আদালত থেকে জামিন নিয়ে নেয়ার ঘটনা প্রকাশ পায়। পরে হাইকের্টের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আইনজীবি মাহবুবুল হক সুমনকে আসামী করে মামলা দায়ের করে। (কোতোয়ালি থানার মামলা নং-৪৮(১)১৮)