অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাইফুল ইসলাম শিল্পী ও জসিম উদ্দিনের বাবার জন্য সারা বাংলা-৯০ এর আয়োজনে স্মরণ সভা

0
.

সারাবাংলা এসএসসি-৯০ ব্যাচ চট্টগ্রামের দুই বন্ধু সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীর সদ্য প্রয়াত বাবা নুরুল ইসলাম ও জসিম উদ্দিনের বাবা ডাঃ আলহাজ্ব ইব্রাহিম মিয়ার মৃত্যুতে শোক সভার আয়োজন করেছে সারাবাংলা চট্টগ্রাম।

গতকাল শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় নগরীর সিআরবিস্থ তাসফিয়া রেষ্টুরেন্টে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

আরো খবর: চট্টগ্রামে সারা বাংলা-৯০ ব্যাচের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শোক সভায় বক্তারা বলেন, পৃথিবীতে বাবা মারা হলেন সন্তানদের জন্য নেয়ামত। তাদের চেয়ে বড় আপন কেউ নাই। জীবিত থাকাকালে বাবা মার সেবা যত্ম করাই বড় ইবাদত।

যারা বাবা মাকে হারিয়েছেন তারাই এ পুথিবীতে বড় এতিম। তাই শেষ বয়সে এসে কোন বৃদ্ধ বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে যে না হয় সে ব্যাপারে প্রত্যেক সন্তানদের সচেতন থাকা দরকার।

.

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু সারাবাংলা-৯০ চট্টগ্রামের উদ্যোগক্তা নুরুল আফসার ইকবাল, নাজমুল আবেদীন অভি, সারা বাংলার বন্ধু কাজী গোফরান চৌধুরী, এমকে এস মারুফ, এড. মাহবুবুর ইসলাম প্রমুখ।

আরো খবর: চট্টগ্রামে “সারাবাংলা-৯০ ব্যাচের” প্রথম আড্ডায় মেতেছিল অর্ধশত বন্ধু

প্রয়াত বাবাদের নিয়ে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী ও জসিম উদ্দিন।

এদিকে শোক সভার পূর্বে আগামী ১৩ মার্চ আয়োজিত সারা বাংলা-৯০ ব্যাচ বন্ধুদের বান্দবানে পিকনিক সংক্রান্ত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।