অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ম শ্রেণীর ছাত্রের মৃত্যু

0
.

জেলার ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভূজপুর থানার মির্জারহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আবদুল্লাহ (১৪) ভূজপুর থানার ইদিলপুর সওদাগর বাড়ির প্রবাসী আশরাফুল ইসলামের ছেলে।

এ ঘটনার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকাদারী প্রতিষ্ঠান এবং পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ বলেন, মির্জারহাট স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে আমরা তাদের সঙ্গে কথা বলি। ঘটনা তদন্তের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এদিকে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দত্ত মুঠোফোনে জানান, ভবনের পাশ দিয়ে এগার হাজার ভোল্টের একটি তার গিয়েছে আমরা বিদ্যুৎ অফিস কেও বলেছিলাম। কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটল তিনি স্পষ্ট করতে পারেননি।