অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে বিক্রি করা হচ্ছে ‘নিষিদ্ধ সাজেশন’

0
cu20151125054151
.

‘পড়লেই পাস,নিশ্চিত কমন,  ১০০ তে ১০০’ এমন মন ভোলানো কথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের কাছে দেদারসে বিক্রি করা হচ্ছে ‘নিষিদ্ধ সাজেশন। প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে চলছে এ বেচা বিক্রি।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রশাসন এসব সাজেশন বিক্রি নিষিদ্ধ করেছিল। কিন্তু সে নিষেধাজ্ঞা কে উপেক্ষা করে পরীক্ষার প্রথম দিন হতেই কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে এসব বিক্রি করছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড়ের পাশে যাত্রী ছাউনি গুলোতে বিভিন্ন ইউনিটের সাজেশন বিক্রি করছে। বিশ টাকা থেকে শুরু করে ১০০টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে  প্রতিটি সাজেশন।

এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয়েত সহাকারী প্রক্টর লিটন মিত্র জানান, কয়েকজন বিক্রেতার কাছ থেকে সাজেশন বই জব্দ করা হয়েছে। কোন অবস্থাতেই নিষিদ্ধ সাজেশন বই বিক্রি করতে দেয়া হবে। নিয়মিত টহলের মাধ্যমে তা নিশ্চিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।