অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনাভাইরাস: ফেনীতে ১০ প্রবাসী কোয়ারেন্টাইনে

0
.

বিদেশ থেকে আসা ১০ প্রবাসীকে পারিবারিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ।

ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, ইতালি থেকে আটজন, কুয়েত থেকে একজন ও চীন থেকে একজন মঙ্গলবার ফেনী এসেছে মর্মে ঢাকা থেকে জানানো হয়। তবে বিমানবন্দরে এদের কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। এসব প্রবাসীদের নাম ঠিকানা নিয়ে যোগাযোগ করে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের প্রত্যেককে ১৪ দিন পারিবারিক কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেনী জেনারেল হাসপাতালে ৩০ বেড, ফেনীর ট্রমা সেন্টারে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডসহ ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বেড করে ২৫ বেডসহ মোট ১০৫ বেডের আইসোলেশন কর্নার করা হয়েছে।

এছাড়া ফেনী পরশুরামের বিলোনিয়া স্থল বন্দরে আগত যাত্রীদের মেডিকেল চেকআপের জন্য একজন ডাক্তার ও তিনজন সহকারীর সমন্বয়ে মেডিকেল বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে। করোনা সংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ ও ব্যবস্থা গ্রহণের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।