অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে কাঁচা ঘরের ছাদ ভেঙ্গে পড়ে গৃহবধূর মৃত্যু

0
.

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ঘরের চাল (বেড়ার তৈরী ঘরের ছাদ) ভেঙ্গে পড়ে জিনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে দক্ষিণ ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিনিয়া আক্তার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয়রা জানান একচালা বেঁড়ার ঘরের ছাদে জ্বালানী কাঠ শুকাতে দিয়েছিল। অতিরিক্ত কাঠের (লাকড়ী) রাখায় কারণে হঠাৎ ছাদটি ভেঙ্গে ঘরের ভীতর থাকা সদস্যদের উপর পড়ে। এতে জিনিয়া আক্তার ও তার দুই কন্যা সন্তান আহত হয়। তাদের উদ্ধার করে গুরুত্বর আহত জিনিয়া আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।