অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে পণ্যের অতিরিক্ত মূল্য: তিন বাজারে অর্ধলাখ টাকা জরিমানা

0

করোনাভাইরাস পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে বাজারে লাগামহীনভাবে বাড়িয়ে দেয়া দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে চট্টগ্রামে অভিযান শুরু করেছে ভ্রাম্যমান।

সোমবার (২৩ মার্চ) নগরী রিয়াজ উদ্দিন বাজার, ২ নম্বর গেইট এবং আগ্রাবাদ কাঁচাবাজারে অভিযান চোলিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও নিরাপত্তামূলক সামগ্রী হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন জিনিসের অধিক মূল্য রাখার কারণে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সুত্রে জানাগেছে-রিয়াজ উদ্দিন বাজারের কাঁচাবাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি হ্যান্ড স্যানিটাইজার, চাল, পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় চার দোকানিকে ৪৩ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী আগ্রাবাদ চৌমুহনী কাঁচা বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি দোকানে মূল্য তালিকা টাঙানো, ক্রয়-বিক্রয়ের রশিদ দোকানে রাখার বিষয়ে দোকানিদের সচেতন করার পাশাপাশি বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক নগরের ২ নম্বর গেইট কর্ণফুলী কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন। তিনি বাড়তি দামে পণ্য বিক্রি করায় এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেন।